Pages

DSE

Freelancer

Freelance Jobs Freelance Jobs

Sunday, April 18, 2010

১০ গ্রামে সৌরবিদ্যুৎ পৌঁছে দিল রবি

দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর রবি বাংলা বছরের প্রথম দিন দেশের ১০টি প্রত্যন্ত গ্রামে সৌরবিদ্যুৎ দিয়েছে। গ্রামগুলো হলো নোয়াখালীর তামারুদ্দি, মানিকগঞ্জের বাঁচামারা, গোপালগঞ্জের পাচুরিয়া, সাতক্ষীরার প্রতাপনগর, মাদারীপুরের চরজনাজত, পটুয়াখালীর মাদারবুনিয়া, কুড়িগ্রামের চৈতারখামার, ভোলার চরনিউটন, বরগুনার পদ্মা ও পীরগঞ্জের জাদাবপুর।
রবির প্রধান বাণিজ্যিক কর্মকর্তা বিদ্যুৎ কুমার বসু পয়লা বৈশাখ সন্ধ্যায় আমতলীর একটি বাড়িতে আলো জ্বালিয়ে এ প্রকল্পের উদ্বোধন করেন।
বাংলাদেশের গ্রামাঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত করতে রবি ৫০টি প্রত্যন্ত অঞ্চলের ৫০০ বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার প্রকল্প হাতে নিয়েছে। মে মাসের মধ্যে এসব অঞ্চলের প্রতিটি বাড়িতে ২০ ওয়াট সৌর প্যানেল নিশ্চিত করা হবে। এ প্রকল্পের কারিগরি সহায়তা দিচ্ছে রুরাল সার্ভিস ফাউন্ডেশন।
বেশ কিছু সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত রয়েছে রবি। এরই ধারাবাহিকতায় ২৮ মার্চ মেরি স্টোপস ক্লিনিকে জন্ম নেওয়া সব শিশুর মাকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে।
সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে রবির পক্ষ থেকে বিপণনপ্রধান সানিয়া মাহমুদ, করপোরেট যোগাযোগ কর্মকর্তা মহিউদ্দীন বাবরসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

No comments:

Post a Comment