| ||||
ছয় মোবাইল কম্পানি থেকে ৬০০ কোটি টাকা রাজস্ব আদায় | ||||
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু বলেছেন, সদ্য সমাপ্ত ২০০৯-১০ অর্থবছরে দেশের ছয়টি মোবাইল ফোন কম্পানির কাছ থেকে মোট ৬০৭ কোটি ৯০ লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে। এ ছাড়া জাতীয় রাজস্ব বোর্ড তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ট্যাক্স আদায় করে থাকে। গতকাল রবিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিনের এক প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী জানান, বন্ধ হয়ে যাওয়া পাঁচটি পিএসটিএন কম্পানির মধ্যে চারটির দেওয়া তথ্যানুযায়ী তাদের মোট বিনিয়োগ ছিল ৬৬৪ কোটি টাকা। এর মধ্যে ঢাকা টেলিফোন কম্পানি লিমিটেড ১২২ কোটি, র্যাংকস টেলিকম সর্বোচ্চ ২৪০ কোটি, ন্যাশনাল টেলিকম ১৪৬ কোটি এবং পিপলস টেলিকম মোট ১৫৬ কোটি টাকা বিনিয়োগ করেছে। শুধু ওয়ার্ল্ডটেল বাংলাদেশ লিমিটেডের এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আপাতত নতুন কোনো মোবাইল কম্পানিকে লাইসেন্স দেওয়ার পরিকল্পনা নেই। |
Tuesday, July 13, 2010
ছয় মোবাইল কম্পানি থেকে ৬০০ কোটি টাকা রাজস্ব আদায়
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment