| ||||
ছয় হ্যান্ডসেট নির্মাতার বিরুদ্ধে মামলা | ||||
প্যাটেন্ট লঙ্ঘনের অভিযোগে ছয় হ্যান্ডসেট নির্মাতার বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করেছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া জেলা আদালত। অ্যাপল, গুগল, নকিয়া, এইচটিসি, মটোরোলা এবং এলজির তৈরি হ্যান্ডসেটে বিনা অনুমতিতে তারহীন ই-মেইল প্রযুক্তি ব্যবহারের অভিযোগে এ মামলা করে প্রযুক্তিটির নির্মাতা এনটিপি। এনটিপি জানায়, তাদের তৈরি তারহীন ই-মেইল প্রযুক্তিটি ছয়টি হ্যান্ডসেট নির্মাতা কোনো রকম অনুমতি না নিয়েই ব্যবহার শুরু করেছে। এতে তারা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ক্ষতি পোষাতেই তারা আদালতের শরণাপন্ন হয়েছে। একই ধরনের অভিযোগে ২০০৬ সালে ব্ল্যাকবেরি হ্যান্ডসেটের নির্মাতা রিমের বিরুদ্ধে মামলা করেছিল এনটিপি। সে মামলায় জয় হয়েছিল এনটিপির। এনটিপিকে ক্ষতিপূরণ বাবদ ৬১ কোটি ২০ লাখ ডলার দিতে হয় রিমকে। এনটিপির প্রধান ডন স্টাউট বলেন, 'এ মামলার একটি সফল ও সহজ সমাপ্তি আমরা আশা করছি। এবারের মামলায়ও নিশ্চয় আমরা আগের মতোই ফল পাব।' আল-আমিন কবির |
Tuesday, July 13, 2010
ছয় হ্যান্ডসেট নির্মাতার বিরুদ্ধে মামলা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment