কিছুদিন আগে ভারতে হয়ে গেল থ্রিজি নেটওয়ার্কের নিলাম। এতে অংশগ্রহণকারী বেশকটি প্রতিষ্ঠানের মধ্যে ভারতি এয়ারটেলও থ্রিজি সার্ভিস পরিচালনার সুযোগ পেয়েছে। ধারণা করা হচ্ছে, শিগগিরই ভারতে মোবাইল ব্যবহারকারীরা থ্রিজি নেটওয়ার্কিংয়ের সুবিধা পেতে যাচ্ছেন। গতকাল থ্রিজি নিয়ে ভারতী এয়ারটেলের কর্ণধার সুনীল মিত্তাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, থ্রিজি সার্ভিস সস্তায় পাওয়া যাবে না। এজন্য একজন মোবাইল গ্রাহককে প্রতি মাসে নূ্যনতম হাজার রুপি খরচ করতে হতে পারে। কেননা নিলাম, লাইসেন্স ফি এবং ইনপুট খরচ মিলিয়ে প্রতিষ্ঠানটি প্রায় সাড়ে তিন হাজার কোটি রূপি খরচ করেছে। সংগত কারণেই শুরুতে থ্রিজি সার্ভিসের দাম কিছুটা বেশি হবে। উল্লেখ্য, ভারতি এয়ারটেল ১৩টি সার্কেলে থ্রিজি নেটওয়ার্কের লাইসেন্স পেয়েছে। পিটিআই। |
No comments:
Post a Comment