Pages

DSE

Freelancer

Freelance Jobs Freelance Jobs

Tuesday, July 13, 2010

বিশ্বে মোবাইল সংযোগ ৫০০ কোটি ছাড়িয়েছে

hawker.com.bd [ মহানগর ] 2010-07-12

বিশ্বে মোবাইল সংযোগ ৫০০ কোটি ছাড়িয়েছে


বাংলাদেশে গ্রাহক সংখ্যা ৬ কোটি 
নিখিল ভদ্র 
বিশ্বে মোবাইল সংযোগের সংখ্যা ৫০০ কোটি ছাড়িয়েছে। বর্তমানে প্রতিদিন ২০ লাখ হারে নতুন সংযোগ বৃদ্ধি পেয়ে এ পর্যায়ে পেঁৗছেছে। এর মধ্যে বাংলাদেশে মোবাইল গ্রাহক ৬ কোটিতে পেঁৗছেছে বলে জানা গেছে। 
সুইডিশ ভেন্ডর এরিকসনের এক রিপোর্টে বলা হয়েছে, গত ৮ জুলাই বিশ্বব্যাপী মোবাইলের সংযোগ সংখ্যা ৫০০ কোটি ছাড়িয়ে যায়। এ মোবাইল সংযোগের মধ্যে এক দশমাংশ (৫০ কোটি) থার্ড জেনারেশন (থ্রি জি) মোবাইল। রিপোর্টে বলা হয়, এমার্জিং মার্কেট হওয়ায় ভারত এবং চায়নার কারণে মোবাইলের সংযোগ দ্রম্নত বাড়ছে। ২০০০ সালে বিশ্বব্যাপী মোবাইলের গ্রাহক ছিল মাত্র ৭২ কোটি। এখন শুধু চায়নাতেই মোবাইল গ্রাহক সংখ্যা ৭২ কোটি ছাড়িয়ে গেছে। 
সংশিস্নষ্ট সূত্র মতে, বিশ্বের ৬০০ কোটি মানুষের মধ্যে ৫০০ কোটি এখন মোবাইল ব্যবহার করছেন। এর মধ্যে বাংলাদেশে মোবাইল গ্রাহকের সংখ্যা ৬ কোটি ছাড়িয়েছে। গত জুনে মোবাইল কোম্পানিগুলোর পৰ থেকে এই তথ্য জানানো হয়। এর আগে গত মে মাসে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পৰ থেকে জানানো হয়, দেশে মোবাইল গ্রাহকের সংখ্যা ৫ কোটি ৮৩ লাখ। অর্থাৎ দেশের ৪০ শতাংশ মানুষ মোবাইল ফোন ব্যবহার করছেন। এ সংখ্যা ক্রমেই বাড়ছে বলেও জানানো হয়। 
এ বিষয়ে টেলিযোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের জনসংখ্যা ৬০০ কোটি। এর মধ্যে অনেকের কাছে একাধিক মোবাইলের সিম রয়েছে। 
এদিকে এরিকসনের রিপোর্টে বলা হয়েছে, একই সঙ্গে মোবাইলে ইন্টারনেট ব্যবহারের পরিমাণও প্রত্যাশার চেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। ২০০৯ সালে ৩৬ কোটি মোবাইল ইন্টারনেট গ্রাহক হলেও, মনে করা হচ্ছে ২০১৫ সালে এ সংখ্যা ৩৪০ কোটিতে গিয়ে দাঁড়াবে। আরও বলা হয়েছে, সামনে সবকিছু হবে মেশিন টু মেশিন। এনার্জি (স্মার্ট মিটার) ব্যবহার থেকে শুরম্ন করে অনেক কিছু ইন্টারনেটনির্ভর হবে। 

No comments:

Post a Comment