Pages

DSE

Freelancer

Freelance Jobs Freelance Jobs

Tuesday, July 13, 2010

টেলিযোগাযোগ বিলের ব্যাপারে সংসদে স্থায়ী কমিটির রিপোর্ট

hawker.com.bd [ প্রথম পাতা ] 2010-07-12

টেলিযোগাযোগ বিলের ব্যাপারে সংসদে স্থায়ী কমিটির রিপোর্ট


জাতীয় সংসদে রবিবার 'বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) বিল, ২০১০' এর উপর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপন করা হয়েছে। কমিটির সভাপতি হাসানুল হক ইনু রিপোর্টটি উপস্থাপন করেন। রিপোর্টে হাইকোর্টের বিচারপতি মর্যাদার কাউকে প্রধান করে তিন সদস্যের টেলিকম আপিল বোর্ড গঠনের সুপারিশ করা হয়েছে। এছাড়া টেলিকম অপরাধকে জামিনযোগ্য এবং লাইসেন্স প্রদানের ৰমতা বিটিআরসির হাতে রাখা হলেও এ ব্যাপারে সরকারের পূর্বানুমতি নেয়ার বিধান রাখার সুপারিশ করা হয়েছে সংসদীয় কমিটির রিপোর্টে। 
এর আগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বিদ্যমান ৰমতা অনেকটা খর্ব করে গত ১৩ জুন জাতীয় সংসদে বিলটি উত্থাপন করা হয়। পরে বিলটি যাচাই-বাছাই করে ১৫ দিনের মধ্যে রিপোর্ট দেয়ার জন্য সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে পাঠানো হয়। 
সংসদীয় কমিটি বিলটির ব্যাপারে আরো কিছু সুপারিশ করেছে। এর মধ্যে উলেস্নখযোগ্য হলো টেলিকম খাতের অপরাধ জামিনযোগ্য করা, কোম্পানি বন্ধ করলে গ্রাহক স্বার্থ অৰুণ্ন রাখা, অনধিক ৩শ' কোটি টাকা জরিমানার বিধান ইত্যাদি। 

No comments:

Post a Comment