Pages

DSE

Freelancer

Freelance Jobs Freelance Jobs

Tuesday, July 13, 2010

১৮ বছরের নিচে কেউ সিম কিনতে পারবে না

hawker.com.bd [ ] 2010-07-08

১৮ বছরের নিচে কেউ সিম কিনতে পারবে না


শাহজাহান আকন্দ শুভ : ১৮ বছরের নিচে কেউ মোবাইলের সিম কিনতে পারবে না৷ তবে তারা অভিভাবকের সিম ব্যবহার করতে পারবে৷ এ ছাড়াও সিম বিক্রয়ের সঙ্গে সম্পৃক্ত নতুন পরিবেশক ও খুচরা বিক্রেতাদের শিাগত যোগ্যতা হতে হবে ন্যুনতম এসএসসি৷ তবে এখন যারা এ কাজের সঙ্গে যুক্ত তাদের এ যোগ্যতার দরকার নেই৷ অন্যদিকে পরিবেশক ও খুচরা বিক্রেতা নিয়োগের আগে তাদের পুলিশ ভেরিফকেশন বাধ্যতামূলক করা হয়েছে৷
গতকাল বুধবার সচিবালয়ে টেলিফোনে চাঁদাবাজি প্রতিরোধ কমিটির সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুন সাংবাদিকদের এসব কথা বলেন৷
সভাশেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, টেলিফোনে সন্ত্রাসী কার্যকলাপ, চাঁদাবাজি দীর্ঘদিন ধরে চলে আসছে৷ এটাকে কীভাবে দমন করা যায় এ বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ কীভাবে সিম বিক্রি করা হবে সে বিষয়ে একটি নীতিমালা করা হয়েছে৷ নতুন নীতিমালা অনুযায়ী যেসব পরিবেশক ও খুচরা বিক্রেতা তা অমান্য করবে তাদের লাইসেন্স বাতিলসহ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকু৷ তিনি বলেন, টেলিফোন সন্ত্রাস প্রতিরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন যুগ্মসচিবের নেতৃত্বে একটি প্রচার কমিটি ও বিটিআরসির নেতৃত্বে অপর একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে৷সভায় আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সকল মোবাইল ফোন অপারেটরকে সিম বিক্রির সঙ্গে সম্পৃক্ত পরিবেশক ও খুচরা বিক্রেতাদের তালিকা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) জমা দেয়ার নির্দেশ দেয়া হয়৷ এ ছাড়াও একটি সিম কেনার সময় গ্রাহকের দেয়া তথ্য যাচাই বাছাই করতে সেপ্টেম্বর থেকেই জাতীয় পরিচয়পত্রের ডাটাবেজ থেকে অফলাইন ভেরিফকেন ও ২০১১ সালের জানুয়ারিতে অনলাইনে ভেরিফকেশন করার কাজ শুরহবে৷ কোন ব্যক্তি নতুন সিম কেনার সময় রেজিস্ট্রেশন ফরমে প্রদত্ত তথ্য সঠিক দৈয়েছেন কিনা তা জানতে অনলাইন ভেরিফকেশনের ব্যবস্থা করা হয়েছে৷ যেসব গ্রাহক সেপ্টেম্বরের আগে সিম কিনেছেন এবং যাদের সিমের এখনও রেজিস্ট্রেশন হয়নি তাদেরকে রেজিস্ট্রেশনের আওতায় আনতে সংশ্লিষ্ট গ্রাহককে মোবাইল অপারেটররা এসএমএস এর মাধ্যমে প্রতিটি গ্রাহকের তথ্য সংগ্রহ করবে৷নতুন সিম কেনার সময় শনাক্তকারী ব্যক্তির টেলিফোন নাম্বার ও পূর্ণ ঠিকানা ফরমে দিতে হবে৷ অপারেটরদের সংশ্লিষ্ট শনাক্তকারী ব্যক্তির পরিচয় নিশ্চিত হয়েই কেবল সিম বিক্রি করতে বলা হয়েছে৷
এ ছাড়াও রেজিস্ট্রেশন ফরম সঠিকভাবে পূরণ করা হচ্ছে কিনা এ বিষয়টি দেখার জন্য সভায় অপারেটরদের ভ্রাম্যমান টিম গঠন করে মনিটরিং করতে বলা হয়েছে৷

No comments:

Post a Comment