| ||||
ভারত ও পাকিস্তানসহ ১৭টি দেশের সঙ্গে আইএসডি কল রেট কমছে | ||||
বিশ্বের ১৭ দেশের সঙ্গে বাংলাদেশের আইএসডি কল রেট প্রতি মিনিট সর্বোচ্চ ৮ টাকা পর্যন্ত কমছে৷ এছাড়া তার আগে থেকেই ৮ দেশে কার্যকর হওয়া ৬ টাকা মিনিটের রেট বহাল থাকছে৷ আগামী পয়লা আগস্ট থেকে নতুন এই কলরেট বাস্তবায়ন হবে৷ ভারত, পাকিস্তান, শ্রীলংকা, লেবানন, কুয়েত, বাহরাইনসহ আরো কয়েকটি দেশের সঙ্গে বাংলাদেশের আইএসডি কল রেট কমছে সর্বোচ্চ ৩৩ শতাংশ পর্যন্ত৷ এখন এসব দেশে মিনিটপ্রতি ১৮ টাকার পরিবর্তে ১২ টাকায় টেলিফোন করা যাবে৷ তবে ল্যান্ডফোন এবং মোবাইলের আইএসডি কলের রেটে কিছুটা তারতম্য রাখা হয়েছে৷ আইএসডি কল রেট কমানো প্রসঙ্গে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জিয়া আহমেদ বলেন, সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ কার্যকর করার অংশ হিসাবেই এ উদ্যোগ নেয়া হয়েছে৷ কয়েকদিন আগে বিটিআরসি’র পাঠাাে এক চিঠিতে ১ আগস্ট থেকে আইএসডি কলের নতুন এই রেট কার্যকর করার ঘোষণা দেয়া হয়েছে৷ এর আগে গত বিজয় দিবসে হ্রাসকৃত এই রেট ঘোষণার কথা ছিল৷ কিন্তু ফাইলটি ছয় মাসেরও বেশি সময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে আটকে ছিল৷ সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সংশোধিত টেলিযোগাযোগ আইনে রেট ঘোষণার ক্ষমতা ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে চলে যাচ্ছে৷ ক্ষমতাহীন হওয়ার আগেই তড়িঘড়ি করে এই রেট কমানোর এই ঘোষণা দিল বিটিআরসি৷ আগামী ১১ জুলাই বিলটি সংসদে উঠছে৷ সূত্র জানিয়েছে, আইএসডি কল রেট কমানোতে সরকারের সামান্য রাজস্ব ক্ষতি হলেও গ্রাহকদের খরচ বেশ কমবে৷ তাদের মতে, বাংলাদেশ থেকে প্রতিদিন অন্তত ৫০ লাখ মিনিট আইএসডি আউট গোয়িং কল হয়৷ এর ৯৫ ভাগ কল যায় মাত্র ২৫টি দেশে৷ মূলত এই দেশগুলোতেই খরচ কমানো হয়েছে৷ বর্তমানে বাংলাদেশ থেকে ভারতে কথা বলতে মোবাইল এবং ল্যান্ডফোনে মিনিটপ্রতি ১৮ ও ১৫ টাকা খরচ হয়৷ এই খরচ ১২ টাকা করা হয়েছে৷ পাকিস্তানে ল্যান্ডফোন থেকে ১২ টাকা এবং মোবাইল থেকে ১৪ টাকা মিনিট নির্ধারিত হয়েছে৷ বাহরাইনের ক্ষেত্রেও তাই৷ কিন্তু সৌদি আরবে মিনিট ১৮ টাকা থেকে কমিয়ে ১৬ টাকা করা হয়েছে৷ ওমান, আরব আমিরাত এবং কাতারেও মিনিটে ২ টাকা কমেছে৷ এসব দেশের ক্যারিয়ারগুলোর কল টার্মিনেট করতে অনেক বেশি চার্জ করায় খরচ খুব বেশী কমানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন বিটিআরসি’র ঊর্ধ্বতন একজন কর্মকর্তা৷ এর বাই েকুয়েতে ১৮ টাকা থেকে কমিয়ে ১৪ টাকা নির্ধারিত হয়েছে৷ লেবাননে সবচেয়ে বেশি ৮ টাকা কমিয়ে মিনিটে ১৬ টাকা করা হয়েছে৷ অন্যদিকে এখন মালদ্বীপে কথা বলতে মিনিটে ১৫ টাকা খরচ হলেও তা বেড়ে ২৬ টাকা হচ্ছে৷ আগেই বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র্র, কানাডা, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, চীন, হংকং ও দক্ষিণ কোরিয়ায় ৬ টাকা মিনিটে কথা বলা যায়৷ ঘোষিত নতুন রেটেও এটি বহাল রয়েছে৷ অন্যদিকে ইংল্যান্ড, অষ্ট্রেলিয়া, জার্মানি, ফ্রান্স, জাপান এবং ইতালির ল্যান্ডফোনে ৬ টাকা মিনিটে কল করা গেলেও মোবাইলে কথা বলতে মিনিটে লাগে সাড়ে ১৬ টাকা৷ নতুন ঘোষণায় অষ্ট্রেলিয়া এবং জাপানের জন্য রেট মিনিটে ১৪ টাকা নির্ধারণ করা হয়েছে৷ ভারতে কল করতে রেট খানিকটা কমানো হলেও তা আরো কমাতে বিশেষ উদ্যোগ নেয়া হচ্ছে৷ বাংলাদেশ থেকে প্রতিদিন শত-সহস্র লোক ভারতে চিকিত্সা বা অন্য প্রয়োজনে টেলিফোন করেন৷ ভারত থেকেও অনেক ফোন আসে৷ কিন্তু এ দুই দেশের মধ্যে ফোন কলের খরচ বেশ চড়া৷ এ খরচ কমিয়ে পারস্পরিক সমঝোতার মাধ্যমে কল রেট ৬ টাকা নির্ধারণ করতে উদ্যোগ নেয়া হচ্ছে৷ দুই দেশের অপটিক্যাল ফাইবার কানেকটিভিটি হয়ে গেলে এই কল রেট মিনিটপ্রতি ৬ টাকায় চলে আসবে বলে জানা গেছে৷ |
Tuesday, July 13, 2010
ভারত ও পাকিস্তানসহ ১৭টি দেশের সঙ্গে আইএসডি কল রেট কমছে
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment