| ||||
সিম ট্যাক্স নিয়ে মালয়েশিয়া চেম্বারের উদ্বেগ | ||||
বাজেটে মোবাইলের সিম ট্যাক্স ৮০০ টাকা অপরিবর্তিত রাখা এবং টেলিযোগাযোগ আইন ২০০১ পরিবর্তন করে অপারেটরের জন্য ৩০০ কোটি টাকা জরিমানা, আপিলের সুযোগ না রাখাসহ বিভিন্ন ইস্যুতে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতারা৷ মালয়েশিয়া চেম্বারের জেনারেল সেক্রেটারি আশরাফুল হক চৌধুরী এক বিবৃতিতে বলেছেন, সরকার ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছে৷ কিন্তু এখন যেভাবে টেলিকম অ্যাক্ট সংশোধন করতে যাচ্ছে, এতে করে ডিজিটাল বাংলাদেশের অর্জন ¶তিগ্রস্— হবে৷ তিনি আরও বলেন, টেলিকম খাতে সবচেয়ে বেশি বিদেশী বিনিয়োগ কয়েক বছর ধরে আসছে৷ অথচ বাজেটে এ বিনিয়োগকে র¶ার জন্য কোন পদ¶েপ নেয়া হয়নি৷ চেম্বার সিম ট্যাক্স কমিয়ে বিনিয়োগবান্ধব পরিবেশ র¶ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান৷ |
Wednesday, July 7, 2010
সিম ট্যাক্স নিয়ে মালয়েশিয়া চেম্বারের উদ্বেগ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment