Pages

DSE

Freelancer

Freelance Jobs Freelance Jobs

Wednesday, July 7, 2010

অবৈধ ভিওআইপি বন্ধ হওয়ায় দিনে দুই কোটি টাকা বেশি আয়

[ ] 2010-07-03

অবৈধ ভিওআইপি বন্ধ হওয়ায় দিনে দুই কোটি টাকা বেশি আয়

সন্তোষজনক হারে বাড়ছে বৈদেশিক ফোন কলের পরিমাণ৷ এখন প্রতিদিন গড়ে বৈধ কল আসছে প্রায় সাড়ে চার কোটি মিনিট৷ চলতি বছরের মার্চেও যা ছিল তিন কোটি মিনিট৷ হিসেব অনুযায়ী, দৈনিক কল বেড়েছে দেড় কোটি মিনিট৷ ফলে দৈনিক প্রায় দুই কোটি টাকা বেশি আয় হচ্ছে৷বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্য মতে, ২০০৮ সালে দেশের চারটি ইন্টারন্যাশনাল গেটওয়ের ( আইজিডবি­) মাধ্যমে প্রতিদিন বৈদেশিক কল এসেছে এক কোটি ৯২ লাখ ১৯ হাজার ৮১৯ মিনিট ৷ ২০০৯ সালের জানুয়ারিতে তা বেড়ে দাঁড়ায় দুই কোটি ১০ লাখ ও বছর শেষে দুই কোটি ৪৫ লাখ মিনিটে৷চলতি বছরের মার্চে বৈদেশিক এ কলের দৈনিক পরিমাণ ছিল তিন কোটি পাঁচ লাখ থেকে পাঁচ কোটি ১০ লাখ মিনিট৷ সে হিসেবে প্রতিদিন গড়ে কল এসেছে প্রায় তিন কোটি মিনিট৷ এপ্রিল মাসে এর পরিমাণ আরো বেড়েছে৷ ৯ এপ্রিলে এ যাবত্কালের সর্বোচ্চ পরিমাণ বৈদেশিক কল এসেছে৷ এদিন পাঁচ কোটি ৩৪ লাখ ৪২ হাজার ১২৮ মিনিট কল রেকর্ড করা হয়৷ এ মাসে দৈনিক গড় কলের পরিমাণ ছিল চার কোটি ৫৯ লাখ ৩ হাজার ৯৮০ মিনিট৷
বিটিআরসি দাবি করেছে, গত দুই বছরে অবৈধ বৈদেশিক কল ট্রান্সমিশনের মাধ্যম ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকলের (ভিওআইপি) বিরদ্ধে বিটিআরসির তত্পরতার কারণে এ বৈধ কল বেড়েছে৷ অবৈধ ভিওআইপি বন্ধের জন্য এ সময় বিটিআরসি ১৫ হাজারেরও বেশি ইন্টারনেট টেলিফোন (আইপি) বন্ধ করেছে৷ পাশাপাশি ১৯টি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের (আইএসপি) ব্যান্ডউইডথ সংযোগ বিচ্ছিন্ন করে৷ অবৈধ ভিওআইপির অভিযোগে কয়েকটি মোবাইল ফোন অপারেটরের তিন লাখ সিমকার্ডও বাতিল করা হয়৷ সবশেষ অবৈধ ভিওআইপি পরিচালনার অভিযোগে মার্চ মাসে পাঁচটি বেসরকারি ল্যান্ডফোন কোম্পানির কার্যক্রম বন্ধ করে বিটিআরসি৷বিটিআরসি কর্মকর্তারা জানিয়েছেন, অবৈধ ভিওআইপির বিরদ্ধে বিভিন্ন অভিযান ও বেসরকারি ল্যান্ডফোন অপারেটরদের বিরদ্ধে ব্যবস্থা নেয়ায় বৈদেশিক ফোন কলের পরিমাণ এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে৷ ১৫ জুন পর্যন্ত প্রতিদিন গড়ে চার কোটি ৫১ লাখ ৮৫ হাজার ২৬৬ মিনিট বৈদেশিক কল এসেছে৷

No comments:

Post a Comment