| ||||
২০০৯-১০ অর্থবছরে সর্বোচ্চ মাসিক আয়কর দিয়েছে গ্রামীণফোন | ||||
২০০৯-১০ অর্থবছরে দেশে সর্বোচ্চ মাসিক আয়কর দিয়েছে গ্রামীণফোন। প্রতিষ্ঠানটি অগ্রিম আয়করের মাসিক কিস্তি হিসেবে সম্প্রতি ১৫০ কোটি টাকা জাতীয় কোষাগারে জমা দেয়। গ্রামীণফোনের উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান অর্থ কর্মকর্তা রায়হান শামসী জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদের কাছে উল্লিখিত টাকার একটি চেক হস্তান্তর করেন। নাসিরউদ্দিন আহমেদ বলেন, গ্রামীণফোন নিয়মিত কর প্রদানের মাধ্যমে অন্যদের জন্য ভালো দৃষ্টান্ত স্থাপন করছে। প্রতিষ্ঠার পর থেকেই জাতীয় কোষাগারে উল্লেখযোগ্য অবদান রেখেছে প্রতিষ্ঠানটি। রায়হান শামসী জানান, তিন বছর ধরে গ্রামীণফোন দেশের সর্বোচ্চ আয়করদাতা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকে ২০০৯ সালের ডিসেম্বর পর্যন্ত গ্রামীণফোন জাতীয় কোষাগারে মোট ১৪ হাজার ৭৯০ কোটি টাকা আয়কর দিয়েছে। |
Wednesday, July 7, 2010
২০০৯-১০ অর্থবছরে সর্বোচ্চ মাসিক আয়কর দিয়েছে গ্রামীণফোন
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment