Pages

DSE

Freelancer

Freelance Jobs Freelance Jobs

Monday, May 31, 2010

কাজ শুরু করার আগেই বন্ধ হতে যাচ্ছে ৬৮ কল সেন্টার!


লাইসেন্স পাওয়ার পরো কার্যক্রম শুরুর আগেই বন্ধ হতে যাচ্ছে ৬৮টি কল সেন্টার কোম্পানি। বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি)’র বেঁধে দেয়া সময়ের মধ্যে কার্যক্রম শুরু করতে পারেনি- এ কারণ দেখিয়ে তাদের লাইসেন্স বাতিল করার কথা ভাবছে বিটিআরসি।
এরই অংশ হিসেবে তাদের লাইসেন্স কেন বাতিল করা হবে না- এ মর্মে তাদের নামে নোটিশ দেয়া হয়েছে। ৬৮টি কোম্পানি ও প্রতিষ্ঠানের হদিস না পাওয়ায় ওই সব চিঠি ফেরত গেছে। আইনি জটিলতা এড়াতে চিঠি ফেরত যাওয়ার পর বিটিআরসি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে ২৭শে মে। ৬৮টি কোম্পানির মধ্যে ৬৬টি কল সেন্টার ও ২টি হোস্টেড কল সেন্টারকে আগামী ৫ই জুনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এই সময়ের মধ্যে তারা উপযুক্ত জবাব দিতে না পারলে তাদের লাইসেন্স বাতিল করা হবে। আগামী পাঁচ বছরের মধ্যে তারা টেলিযোগাযোগ সংক্রান্ত কোন প্রকার লাইসেন্স পাবে না। তাদের কল সেন্টারের লাইসেন্সও কোনভাবেই পুনরায় চালু করার অনুমতি পাওয়ার সম্ভাবনা থাকবে না। সূত্র জানায়, আগামী সাত কার্য দিবসের মধ্যে সন্তোষজনক উত্তর দিতে পারলে বিটিআরসি ইতিবাচক চিন্তা করবে। যারা সন্তোষজনক কোন উত্তর দিতে পারবে না তাদের লাইসেন্স বাতিল করে দিবে। বিটিআরসি’র পরিচালক (লিগ্যাল ও লাইসেন্স) শহীদুজ্জামান বলেন, পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি চূড়ান্ত বলে তাদের ধরে নিতে হবে। তারপরও তারা কেউ যদি বিটিআরসিতে এসে তাদের নামে ইস্যু করা নোটিশ নিয়ে জবাব দিতে চায় তাহলে তা পারবেন। সত্য ও সন্তোষজনক জবাব দিতে পারলে তাদের বিষয়টি ভেবে দেখা হবে। আর যারা কোন যোগাযোগ করবে না, কোন উত্তর দিবে না- তাদের সঙ্গে আর কোন যোগাযোগ না করে এবং কোন নোটিশ না দিয়ে লাইসেন্স বাতিল করা হবে। তিনি বলেন, তারা আদালতে গিয়ে এটা জানেন না বলবেন সেই সুযোগ যাতে না পান এ জন্য গণবিজ্ঞপ্তি দেয়া হয়েছে।
বিটিআরসি’র সূত্র জানায়, বাংলাদেশ টেলিযোগাযোগ আইন ২০০১ অনুযায়ী বিটিআরসি থেকে ইস্যুকৃত কলসেন্টার ও এইচসিসি লাইসেন্স অনুচ্ছেদ নং- ৫.১৫ এবং এইচসিসিএসপি লাইসেন্স অনুচ্ছেদ নং ৫.১৪ এর শর্তানুযায়ী কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান লাইসেন্স পাওয়ার পরবর্তী দিন থেকে ছয় মাসের মধ্যে কার্যক্রম শুরু করার বিধান রয়েছে। কিন্তু বিটিআরসি ইস্যুকৃত ৬৮টি কোম্পানির লাইসেন্সের সময় ছয় মাস পেরিয়ে গেলেও কোনটি কার্যক্রম শুরু করতে পারেনি।

No comments:

Post a Comment