জানা গেছে, এখন পর্যন্ত তৈরি হওয়া ৩.৪ ইঞ্চির এই এলসিডি ব্যবহার করা যাবে ডিজিটাল ক্যামেরা এবং স্মার্টফোনে। এ ছাড়াও পরবর্তী সময়ে টেলিভিশনেও ব্যবহার করা যাবে এই ত্রিমাত্রিক পর্দা।
সম্প্রতি জানা গেছে, চশমা ছাড়াই থ্রিডি টাচস্ক্রিন এলসিডি তৈরি করেছে জাপানি ইলেকট্রনিক্স জায়ান্ট শার্প। এখন পর্যন্ত তৈরি হওয়া ৩.৪ ইঞ্চির এই এলসিডি ব্যবহার করা যাবে ডিজিটাল ক্যামেরা এবং স্মার্টফোনে। এ ছাড়াও পরবর্তী সময়ে টেলিভিশনেও ব্যবহার করা যাবে এই ত্রিমাত্রিক পর্দা। খবর ইয়াহু অনলাইনের।
শার্প এর এলসিডি বিষয়ক নির্বাহী ব্যবস্থাপনা কর্মকর্তা ওসিসুকে হ্যাসেগোয়া-এর বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, সাদা-কালো টেলিভিশনের স্থান যেমন এক সময় রঙিন টেলিভিশন দখল করে নিয়েছিলো, তেমনি সমস্ত এলসিডি ডিসপ্লে একসময় থ্রিডিতেই রূপান্তরিত হবে।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, শার্পের এই এলসিডিতে সিজি সিলিকন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে; যা এলসিডির ব্যবহার আরো সাফল্য দেবে বলে জানিয়েছেন ওসিসুকে হ্যাসেগোয়া।
তিনি বলেন, ‘প্রচলিত থ্রিডি এলসিডি ডিসপ্লে টাচস্ক্রিন হিসেবে ব্যবহার করা যায় না। অন্যদিকে শার্পের এই এলসিডি টাচস্ক্রিন হিসেবেও ব্যবহার করা যাবে’।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, আগামী বছরই বাজারে আসতে পারে থ্রিডি প্রযুক্তির মোবাইল এলসিডি ডিসপ্লে।
No comments:
Post a Comment