Pages

DSE

Freelancer

Freelance Jobs Freelance Jobs

Tuesday, April 20, 2010

আন্তর্জাতিক বাজারে আইপ্যাড এক মাস পেছালো

ipad
যুক্তরাষ্ট্রের ক্রেতারা যে হারে আইপ্যাড কিনছে তাতে করে যুক্তরাষ্ট্রের বাইরের ক্রেতাদের সহসাই আইপ্যাড দিতে পারছে না বলেই জানিয়েছে অ্যপল। সম্প্রতি অ্যাপল তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশে জানিয়েছে, যতোটা ধারণা ছিল, তার চেয়েও অনেক বেশি সংখ্যক আইপ্যাড বিক্রি হয়েছে এবং এপ্রিলের শেষ সপ্তাহ পর্যন্ত প্রি-অর্ডারও করেছেন প্রচুর সংখ্যক ক্রেতা। এ জন্য যুক্তরাষ্ট্রের বাইরে চলতি মাসেই আইপ্যাড বিক্রি শুরু করার কথা থাকলেও তা পিছিয়ে মে-এর শেষ সপ্তাহ করা হয়েছে। খবর ম্যাশএবল ডট কমের।

জানা গেছে, যুক্তরাষ্ট্রেই আইপ্যাড থ্রিজি এখনো বাজারে না আসলেও ইতোমধ্যেই বহুসংখ্যক ক্রেতা অগ্রিম অর্ডার দিয়ে রেখেছেন। প্রথম সপ্তাহে ৫ লাখের ওপর আইপ্যাড বিক্রি হয়েছে বলেও অ্যাপল জানিয়েছে।

এদিকে এক মাসেরও বেশি সময় পিছিয়ে নেয়ায় বেশ অসন্তুষ্টই হয়েছেন যুক্তরাষ্ট্রের বাইরের আইপ্যাড প্রত্যাশীরা। বিভিন্ন ব্লগ ও ম্যাশএবলে প্রকাশিত পাঠক মন্তব্য থেকে দেখা গেছে, একমাস পিছিয়ে নেয়ায় বেশ হতাশও হয়েছেন সবাই।

অ্যাপলের বরাতে ম্যাশএবল জানিয়েছে,আইপ্যাড থ্রিজি বাজারে আসার আগেই বহুসংখ্যক ক্রেতা প্রি-অর্ডার করে রাখলেও আইপ্যাড ওয়াই-ফাই সংস্করণের তুলনায় থ্রিজি বেশি জনপ্রিয়তা অর্জন করে কিনা, সেটাই এখন দেখার বিষয়।

No comments:

Post a Comment