উইকিপিডিয়ার আদলেই ফেসবুকে যোগ হচ্ছে একটি কমিউনিটি পেজ। জানা গেছে, নতুন এ কমিউনিটি পেজটি কুকিং বা সাইক্লিং শিরোনামে থাকবে। এ পেইজে ফেসবুক ব্যবহারকারীরা আগ্রহের বিষয় নিয়ে অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন। খবর ইয়াহু নিউজের।
ফেসবুক-এর বরাতে জানা গেছে, এই কমিউনিটি পেজটি এখনও বিটা অবস্থায় চলছে, আর এ বিষয়ে ফেসবুকের দীর্ঘমেয়াদি লক্ষ্য হচেছ, এক একটি বিষয়ের উপর লোকজনের শেয়ার করা জ্ঞান ও অভিজ্ঞতা একত্রিত করা।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, বর্তমানে ফেসবুকের প্রতিটি কমিউনিটি পেজ মূলত উইকিপিডিয়ার তথ্য গুলোই সংযোজন করা হয়েছে। তবে ফেসবুকের কমিউনিটি পেজ তৈরির লক্ষ হলো এই তথ্যগুলো যেন ফেসবুক ব্যবহারকারীরা আরো সমৃদ্ধ ও সম্পাদনা করেন সেই পরিবেশ সৃষ্টি করা।
No comments:
Post a Comment