Pages

DSE

Freelancer

Freelance Jobs Freelance Jobs

Monday, April 26, 2010

ডেল-এর নজর এবার স্মার্টফোনে

dellSmartPhoneস্মার্টফোনের জগতে এবার পা রাখতে চলেছে অন্যতম কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান ডেল। সম্প্রতি তারা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর ৪টি স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে। শক্তিশালী হার্ডওয়্যার এবং চমৎকার নক্সাযুক্ত স্মার্টফোনের মডেলগুলো হতে পারে ডেল থান্ডার, অ্যারো, স্মোক এবং ফ্ল্যাশ নামের। খবর সিনেট-এর।

সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, স্মার্টফোন জগতে ডেলের ‘ডেলথান্ডার’ অন্যতম আকর্ষণ হিসেবে সবার নজর কাড়বে বলেই প্রতিষ্ঠানটি জানিয়েছে। জানা গেছে, ডেলথান্ডার নামের এই স্মার্টফোনে থাকবে ৪.১ ইঞ্চি ডব্লিউভিজিএ অল্ড ডিসপ্লে এবং ৮ মেগাপিক্সেল অটো ফোকাস ক্যামেরা।

জানা গেছে, এতে থাকছে ডেল হোম ব্রিউড ইন্টারফেস সম্প্রতি ফ্ল্যাশ১০। এতে কোনো ব্রাউজার ব্যবহার করতে না চাইলে হুলু অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারবেন ব্যবহারকারী।

জানা গেছে, ডেল স্মোক নামের মডেলটিতে থাকছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা, ১৪.৪এমবিপিএস এইচএসপিএ, মাইক্রো এসডি কার্ড স্লট, ওয়াইফাই এবং ব্লুটুথ ২.১ ও ইডিআর। স্পষ্ট আওয়াজের জন্য থাকছে দ্বিতীয় আরেকটি মাইক্রোফোন। এই ফোনটি ১০.৫ মিমি. পাতলা হবে বলেই জানা গেছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ডেলফ্ল্যাশ নামের সেটটিতে আছে ৩.৫ ইঞ্চির ডব্লিউভিজিএ টিএফটি ডিসপ্লে। ৮০০ মেগাহার্টজ প্রসেসরে চলবে এই ফোন। ৬৪গিগাবাইট পর্যন্ত মাইক্রোএসডি কার্ড সাপোর্ট দেওয়ার জন্য এতে থাকছে ৫১২ এমবি র‌্যাম।

এসব সুবিধা ছাড়াও আরো থাকছে কোয়াড ব্র্যান্ডের জিএসএম/এজ এবং ট্রাই ব্রান্ডের থ্রিজি এইচএসপিএ, ডিএলএনএ সম্বলিত ওয়াই-ফাই, ব্লুটুথ ৩.০, ৩.৫ মিমি. অডিও জ্যাক এবং টিভি সংযোগ।

ডেলের চারটি মডেলের শেষটি হলো অ্যারো। এটি ডেল থ্রিআই’-এর পরবর্তী সংস্করণ এর আদলের মতো। এতে থ্রিজি, ওয়াইফাই, ৫ মেগাপিক্সেল ক্যামেরা, অ্যান্ড্রয়েড ২.১ থাকবে বলেই জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, ডেলের তৈরি স্মার্টফোনগুলো পেতে ক্রেতাদের ২০১১ সাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

No comments:

Post a Comment