Pages

DSE

Freelancer

Freelance Jobs Freelance Jobs

Monday, April 26, 2010

ন্যানো আকারে বিশ্ব মানচিত্র

IBM mini map
আইবিএম-এর গবেষকরা বিশ্বের সবচাইতে ছোট ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করেছেন। মানচিত্রটি এতোই ছোটো যে এমন এক হাজার মানচিত্র আটবে স্রেফ লবণের একটি দানার ভেতরে। খবর ডেইলি সায়েন্স-এর।

সংবাদ মাধ্যমটির বরাতে জানা গেছে, পেন্সিলের নিবের চাইতে এক লক্ষগুণ তীক্ষ্ণ সিলিকনের মাথা ব্যবহার করে সম্পূর্ণ নতুন প্রযুক্তিতে এধরনের মানচিত্র তৈরি করা হয়েছে। আর এতে খরচও হয়েছে অনেক কম। ক্ষুদ্র পর্যায়ে আকার আকৃতি তৈরি করার এই কৌশল ব্যবহার করে ইলেক্ট্রনিক চিপ তৈরি বা চিকিৎসা বিজ্ঞানের অনেক ক্ষেত্রেই বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, কৌশলটি সঠিভাবে কাজে লাগাতে আইবিএম গবেষকদল প্রথমে বেশকিছু ত্রিমাত্রিক ও দ্বিমাত্রিক আকৃতি তৈরি করেন। এতে বিভিন্ন উপাদান ব্যবহার করা হয়েছে। যেমন ম্যাটার হর্ন নামের এলপাইন পাহাড়ের ২৫ ন্যানো মিটারের অনুকৃতি বানাতে তারা ব্যবহার করেছেন আণবিক আকারের কাঁচ। এমন ক্ষুদ্রাতিক্ষুদ্র প্রযুক্তি ব্যবহার করেই মাত্র ২২ ন্যানোমিটার দৈর্ঘ্য ও ১১ ন্যানো মিটার প্রস্থের পলিমারে তাঁরা বিশ্বের পূর্ণাঙ্গ মানচিত্র এঁকেছেন। আর আইবিএম এর দ্বিমাত্রিক লোগো এঁকেছেন সিলিকনের ৪০০ ন্যানোমিটার গভীরে।

আইবিএম গবেষকদলের তৈরি করা ৫০০ ন্যানোমিটার দৈর্ঘ্যরে সিলিকন দিয়ে এধরনের কাজ করা হয়েছে। ক্ষুদ্র এই সিলিকনের শীর্ষ মাত্র কয়েক ন্যানোমিটারের। আশা করা হচ্ছে, এর সাহায্যে অদূর ভবিষ্যতে ক্ষুদ্রাতিক্ষুদ্র আকৃতি দেওয়া অনেক সহজ হবে।

No comments:

Post a Comment