Pages

DSE

Freelancer

Freelance Jobs Freelance Jobs

Tuesday, July 13, 2010

Control করুন আপনার কম্পিউটারকে দুনিয়ার যেকোন জায়গা থেকে।

চিন্তা করুন এমন একটা সফটওয়্যার যা দিয়ে আপনি আপনার মোবাইল দিয়েই ইন্টারনেট এর মাধ্যমে আপনার কম্পিউটারকে ব্যবহার করতে পারবেন পুরোপুরি Teamviewr software এর মত……!!!!!এর দ্বারা আপনি আপনার কম্পিউটার screen টি সরাসরি আপনার মোবাইল এর screen এ দেখতে পারবেন…পারবেন computer এর মাউসটি control করতে…এবং যেকোন file cut, paste, move, delete, view…….এমনকি আপনার মোবাইল এ ডাউনলোড ও করতে পারবেন।কি বিশ্বাস হচ্ছে না!!!! নিজের চোখেই দেখেনিন RDM+ সফটওয়্যারটির যাদু….
 Control  করুন আপনার কম্পিউটারকে দুনিয়ার যেকোন জায়গা থেকে। | Techtunes
system manager
file manager
file edit
file control
যা লাগবে……।
১। যেকোন JavaScript supported  মোবাইল (internet connection সহ)।
২। কম্পিউটার (internet connection সহ)।
যা করতে হবে……
১) ১ম এ RDM+ software টি ডাউনলোড করুন এখান থেকে…।
২) ফাইলটি Unzip করলে ৩টি ফাইল পাবেন…।RDM.Plus.v3.8.1.jar, rdmplus_desktop.v4.1.exe এবং rdmplus_getstart.pdf।
৩) rdmplus_desktop.v4.1.exe(3.72KB) ফাইল টি আপনার কম্পিউটার এ ইন্সটল করে নিন এবং rdmplus_getstart.pdf  ফাইলটি দেখে ঐ মত আপনার কম্পিউটারটি Configure করে নিন……
Note: rdmplus_getstart.pdf ফাইলটি হচ্ছে সফটওয়্যারটির মানুয়াল……এতে খুব সহজ ভাবে ছবি দিয়ে সবকিছু বুঝানো আছে।
install করার সময় ইমেইল ID, User ID এবং Password দিবেন এবং  তা মনে রাখবেন। 
ইন্সটল শেষ হলে নিচের ছবির মত একটি লোগো পাবেন……ওটাতে right click  details  থেকে Your Computer Number টি জেনে নিন। এই ইনফর্মেশন গুলো মোবাইল এ RDM.Plus.v3.8.1.jar ফাইলটি ইন্সটল করার পর দিতে হবে।
 Control  করুন আপনার কম্পিউটারকে দুনিয়ার যেকোন জায়গা থেকে। | Techtunes
৪)  যেকোন JavaScript support করে এমন একটি মোবাইল এ RDM.Plus.v3.8.1.jar(১৬৬kb) ফাইলটি  install করে নিন এবং  rdmplus_getstart.pdf  ফাইলটি দেখে আপনার মোবাইল ফোনটিও Configure করে নিন।
Note: এক্ষেত্রে zip ফাইল এর ভিতরে দেয়া jar ফাইলটি ইন্সটল করুন। এটা creaked version. তাই আপনাকে trial version  এর ঝামেলা পোহাতে হবে নাইন্সটল করার পর সফটওয়্যারটি Run করুন। ১ম বারে এটা একটা Demo computer এ connect করবে…ওখান থেকে আপনি কিচ্ছু ধারনা পাবেন কিভাবে সফটওয়্যারটি মোবাইল এ use করতে হয়।দেখা হলে অপশন থেকে Disconnect করুন। এরপর Option এ গিয়ে নিচের ছবির মত করে আপনার উপরোক্ত  information input করুন।
 Control  করুন আপনার কম্পিউটারকে দুনিয়ার যেকোন জায়গা থেকে। | Techtunes
এখানে connect হবার আগে আপনার কম্পিউটারটি Online আছে কিনা check করে নিবেন।
 Control  করুন আপনার কম্পিউটারকে দুনিয়ার যেকোন জায়গা থেকে। | Techtunes
যদি আপনার মোবাইল এর screen এ আপনার কম্পিউটার এর   desktop  দেখতে পানতো
আপনার connection complete.
বাকি কাজ গুলো আপনি নিজে নিজেই পারবেন। এক্ষেত্রে আপনি rdmplus_getstart.pdf ফাইলটির সাহায্য নিতে পারেন।যাদের মোবাইল এ কম্পিউটার থেকে সফটওয়্যার ইন্সটল করতে ঝামেলা হচ্ছে তারা RDM.Plus.v3.8.1.jar ফাইলটি ডাউনলোড করতে পারেন আপনার মোবাইল থেকে……http://www.wapdj.com/wap.php এ গিয়ে ID:  461477  দিয়ে।
এটা মোটামুটি সব মোবাইল এই ব্যবহার করতে পারবেন আর নেট স্পীড মোটামুটি হলেই চলবে।এই সফটওয়্যার এর একটাই সমস্যা, সেটা হলো…আপণি আপনার কম্পিউটারে কি হচ্ছে না হচ্ছে  সবই দেখতে পারবেন… কিন্তু কোন আওয়াজ শুনতে পারবেন না...(আর অবশ্যই কম্পিউটার Run করা থাকতে হবে)

No comments:

Post a Comment