| ||||
দেশে মোবাইল গ্রাহক ৬ কোটি পার হলো | ||||
দেশের মোবাইল গ্রাহক সংখ্যা ৬ কোটি পেরিয়ে গেছে। জুন মাসের শেষদিন পর্যন্ত এ গ্রাহক সংখ্যা দাঁড়ায় ৬ কোটি ৫ লাখ ১ হাজার। দেশের মোবাইল অপারেটরগুলোর কাছ থেকে এ তথ্য পাওয়া গেছে। এই হিসাব অনুসারে দেশের দুই-পঞ্চমাংশ লোকের হাতে মোবাইল পেঁৗছে গেল। বড় এই ল্যান্ডমার্ক অর্জনে সন্তুষ্টি প্রকাশের পাশাপাশি অপারেটররা বলছেন, সিম ট্যাক্স কিছুটা কমলে গ্রাহক বৃদ্ধির এই হার আরও বাড়বে। অপারেটরগুলোর কাছ থেকে আলাদাভাবে পাওয়া তথ্যে দেখা গেছে, গত জুনে সিটিসেল এবং রবির নতুন গ্রাহক বাদে বাকি ৫ অপারেটর সাড়ে ২১ লাখ নতুন গ্রাহক যোগ করেছে। এর আগে মে মাসে ছয় অপারেটর ২০ লাখ গ্রাহক যোগ করেছিল। গ্রামীণফোন জানিয়েছে, জুনে তাদের গ্রাহক বেড়েছে ১১ লাখ ৬৮ হাজার। তাতে সব মিলে তাদের গ্রাহক দাঁড়িয়েছে ২ কোটি ৬৭ লাখ ১৮ হাজার। অন্যদিকে দ্বিতীয় সেরা অপারেটর বাংলালিংকের গ্রাহক ৯ লাখ ১০ হাজার বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১ কোটি ৬৫ লাখে। গত মাসে তাদের গ্রাহক ছিল ১ কোটি ৫৫ লাখ ৯০ হাজার। অন্যদিকে জুন মাসে ওয়ারিদের গ্রাহক পেঁৗছেছে ৩১ লাখ ৭০ হাজারে। তবে এই সময়ে একমাত্র দেশীয় মোবাইল অপারেটর টেলিটকের গ্রাহক কমেছে। জুনে তাদের গ্রাহক ২৭ হাজার কমেছে। মে মাসের শেষে ১১ লাখ ৯০ হাজার গ্রাহকে পেঁৗছে যাওয়া টেলিটকের গ্রাহক এখন ১১ লাখ ৬৩ হাজার। ছয় কোটি গ্রাহকের নতুন এই ল্যান্ডমার্ক অতিক্রম বিষয়ে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটবের সভাপতি জাকিউল ইসলাম সমকালকে বলেন, মোবাইল অপারেটর এবং দেশের জনগণের জন্য এটি অবশ্যই বড় এক অর্জন। তবে পুরো কৃতিত্ব যাবে অপারেটরদের পকেটে। আইনগত নানা চ্যালেঞ্জ এবং হাজার কোটি টাকার ট্যাক্সের ঝামেলা সত্ত্বেও অপারেটররা যে দেশের টেলিযোগাযোগ খাতকে এগিয়ে নিচ্ছেন এটি তারই প্রমাণ। দেশের ১৫ কোটি লোকের মধ্যে ৬ কোটি মোবাইল গ্রাহক হওয়ায় ৪০ শতাংশ লোকের হাতে মোবাইল পেঁৗছার কথা। তবে সংশ্লিষ্টরা বলছেন, ৬ কোটি মোবাইল সিম কার্যকর থাকলেও প্রকৃতপক্ষে প্যানিট্রেশন আরও কম। দেশের সবচেয়ে পুরনো মোবাইল অপারেটর সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহবুব চৌধুরী বলেন, প্যানিট্রেশনের এই হিসাব সব ক্ষেত্রে সঠিক নয়। কারণ দেশে অসংখ্য লোক আছে যারা একাধিক সিম ব্যবহার করেন। এক্ষেত্রে ৩০ শতাংশ লোকের হাতে মোবাইল থাকতে পারে। এর আগে গত বছর সেপ্টেম্বরে মোবাইল গ্রাহক ৫ কোটির ল্যান্ডমার্ক অতিক্রম করে। তার আগে ২০০৮ সালের এপ্রিলে চার কোটি এবং ২০০৭ সালের জুলাইয়ে মোবাইল গ্রাহক ছিল তিন কোটি। ১৯৯৩ সালে দেশে মোবাইল ফোনের যাত্রার পর প্রথম তিন কোটি গ্রাহক অর্জনে সময় লাগে ১৪ বছর। পরের তিন কোটি গ্রাহক আসে তিন বছরেরও কম সময়ে। অপারেটরদের মধ্যে সবার আগে ২০০৭ সালে গ্রামীণফোন কোটি গ্রাহকের ল্যান্ডমার্ক অতিক্রম করে। পরে ২০০৮ সালের আগস্টে বাংলালিংক এবং ২০০৯ সালের আগস্টে রবির গ্রাহক সংখ্যাও কোটি পেরিয়ে যায়। |
Wednesday, July 7, 2010
দেশে মোবাইল গ্রাহক ৬ কোটি পার হলো
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment