Pages

DSE

Freelancer

Freelance Jobs Freelance Jobs

Thursday, June 3, 2010

ফেসবুক চালু হচ্ছে আগামী কাল

http://gorakha.files.wordpress.com/2010/01/syria-facebook.jpg
সামাজিক যোগাযোগবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক কাল খুলে দেয়া হতে পারে। বাংলাদেশ টেলিযোগযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি সূত্র এমন আভাস দিয়েছে। ডাক ও টেলিযোগযোগমন্ত্রী রাজিউদ্দিন আহম্মেদ রাজু ও বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জিয়া আহমেদ আজ দেশে ফেরার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। বিটিআরসির একটি সূত্র জানায়, ইতিমধ্যে অর্ধেকের বেশি কাজ সম্পন্ন হয়ে গেছে। মঙ্গলবার ফেসবুক খুলে দেয়ার গুজব উঠলে এ বিষয়ে বিটিআরসির একজন শীর্ষ কর্মকর্তা বলেন, ফেসবুক এখন পর্যন্ত বন্ধ রয়েছে। তাদের অনুসন্ধান প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়ে গেছে। মন্ত্রী ও চেয়ারম্যান দেশে ফেরার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। তিনি বলেন, যদি সবকিছু ঠিকমতো এগোয় তাহলে কাল ফেসবুক খুলে দেয়া হতে পারে। বিটিআরসি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিকৃত ও কুরুচিপূর্ণ প্রচারণার কারণে ২৯ মে রাতে ফেসবুক বন্ধ করে দিয়েছিল।

No comments:

Post a Comment