সামাজিক যোগাযোগবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক কাল খুলে দেয়া হতে পারে। বাংলাদেশ টেলিযোগযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি সূত্র এমন আভাস দিয়েছে। ডাক ও টেলিযোগযোগমন্ত্রী রাজিউদ্দিন আহম্মেদ রাজু ও বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জিয়া আহমেদ আজ দেশে ফেরার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। বিটিআরসির একটি সূত্র জানায়, ইতিমধ্যে অর্ধেকের বেশি কাজ সম্পন্ন হয়ে গেছে। মঙ্গলবার ফেসবুক খুলে দেয়ার গুজব উঠলে এ বিষয়ে বিটিআরসির একজন শীর্ষ কর্মকর্তা বলেন, ফেসবুক এখন পর্যন্ত বন্ধ রয়েছে। তাদের অনুসন্ধান প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়ে গেছে। মন্ত্রী ও চেয়ারম্যান দেশে ফেরার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। তিনি বলেন, যদি সবকিছু ঠিকমতো এগোয় তাহলে কাল ফেসবুক খুলে দেয়া হতে পারে। বিটিআরসি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিকৃত ও কুরুচিপূর্ণ প্রচারণার কারণে ২৯ মে রাতে ফেসবুক বন্ধ করে দিয়েছিল।
Thursday, June 3, 2010
ফেসবুক চালু হচ্ছে আগামী কাল
সামাজিক যোগাযোগবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক কাল খুলে দেয়া হতে পারে। বাংলাদেশ টেলিযোগযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি সূত্র এমন আভাস দিয়েছে। ডাক ও টেলিযোগযোগমন্ত্রী রাজিউদ্দিন আহম্মেদ রাজু ও বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জিয়া আহমেদ আজ দেশে ফেরার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। বিটিআরসির একটি সূত্র জানায়, ইতিমধ্যে অর্ধেকের বেশি কাজ সম্পন্ন হয়ে গেছে। মঙ্গলবার ফেসবুক খুলে দেয়ার গুজব উঠলে এ বিষয়ে বিটিআরসির একজন শীর্ষ কর্মকর্তা বলেন, ফেসবুক এখন পর্যন্ত বন্ধ রয়েছে। তাদের অনুসন্ধান প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়ে গেছে। মন্ত্রী ও চেয়ারম্যান দেশে ফেরার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। তিনি বলেন, যদি সবকিছু ঠিকমতো এগোয় তাহলে কাল ফেসবুক খুলে দেয়া হতে পারে। বিটিআরসি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিকৃত ও কুরুচিপূর্ণ প্রচারণার কারণে ২৯ মে রাতে ফেসবুক বন্ধ করে দিয়েছিল।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment