Pages

DSE

Freelancer

Freelance Jobs Freelance Jobs

Monday, April 12, 2010

পহেলা বৈশাখের রঙে রঙিন হচ্ছে মোবাইল বাজার

বাংলা নববর্ষ পহেলা বৈশাখকে সামনে রেখে টেলিযোগাযোগ খাত আরও একবার নতুন সাজে সাজতে শুরু করেছে। বেশ কয়েকটি অপারেটর এক্ষেত্রে নিয়ে আসছে নতুন অফার। আবার হ্যান্ডসেট কোম্পানিগুলোও ইতিমধ্যেই নতুন বাংলা বছরকে সামনে রেখে বিভিন্ন ধরনের প্যাকেজ ঘোষণা করছে। এক্ষেত্রে অপারেটর এবং হ্যান্ডসেট কোম্পানিগুলোর বিজ্ঞাপনের সংখ্যাও গেছে বেড়ে। বাংলা নতুন বছরকে সামনে রেখে গ্রাহক ধরতে কোম্পানিগুলো এসব ঘোষণা দিচ্ছে।
অবাক করা তথ্য হলো, মোবাইল অপারেটরদের মধ্যে এক্ষেত্রে এগিয়ে থাকছে একমাত্র দেশীয় মোবাইল অপারেটর টেলিটক। পহেলা বৈশাখের আগের দিন নতুন প্যাকেজ দেবে তারা। দীর্ঘ বিরতিতে আসা নতুন এই প্যাকেজে বেশ কিছু চমক থাকবে বলে জানিয়েছেন অপারেটরটির ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান। তিনি সমকালকে জানান, ইতিমধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত হয়ে গেছে। বোর্ডের সম্মতিও মিলেছে। ফলে নতুন আয়োজনে বাড়তি সুযোগ-সুবিধা নিয়ে বাজারে আসছেন তারা। এর মাধ্যমে গত কয়েক বছর এক জায়গায় থেমে থাকা টেলিটক বেশ খানিকটা এগিয়ে যাবে বলেও মনে করেন তিনি। বাংলা নববর্ষকে উপলক্ষ করে গ্রাহক সংখ্যা আরও বাড়াতে তারা নতুন প্যাকেজ ঘোষণা করছেন। গ্রাহক সংখ্যার দিক দিয়ে এখন তৃতীয় স্থানে থাকা সাবেক একটেল বা এখনকার রবি চমক নিয়ে হাজির হয়েছে। ২৮ মার্চ নিজেদের ব্র্যান্ডনেইম বদলের পর এটাই তাদের প্রথম নতুন প্যাকেজ। গত মঙ্গলবার থেকে মাত্র ৯৮ টাকায় নতুন প্যাকেজ দিচ্ছে তারা। এর সঙ্গে আবার দিচ্ছে ২৫ টাকার ফ্রি টকটাইম। এর সঙ্গে রয়েছে এক মাসের রবি রেডিও সাবক্রিপশন ফ্রি। এ প্রসঙ্গে কোম্পানির বিদ্যুৎ কুমার বসু জানান, গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে তাদের আরও কাছাকাছি পেঁৗছতে এবং সহজলভ্য করতে নতুনভাবে রবি যাত্রা শুরু করেছে। সবসময়ই নতুন নতুন অফারের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে নিবিড় সম্পর্ক রাখতে চায় রবি।
দ্বিতীয় সেরা অপারেটর বাংলালিংক গত বৃহস্পতিবার থেকে পহেলা বৈশাখকে সামনে রেখে গ্রাহকদের নতুন একটি সুযোগ দিয়েছে। বন্ধ সংযোগ চালু করলেই তারা ১৪ মিনিট বোনাস দিচ্ছে। তাছাড়া সর্বনিম্ন ট্যারিফকে সর্বাধিক প্রচার করছে তারা। একই সঙ্গে রিচার্জের ওপর তাদের রয়েছে ৩০০ শতাংশের বোনাস। এর বাইরে ৫ টাকায় তারা দিচ্ছে ৫০০ এসএমএস করার সুযোগ। এ প্রসঙ্গে বাংলালিংকের গণসংযোগ কর্মকর্তা ইফতেখার আজম জানান, গ্রাহকদের স্বার্থের কথা চিন্তা করে বাংলালিংক সবসময় নতুন নতুন প্যাকেজ আনার চেষ্টা করে থাকে। অনুরূপভাবে এই বৈশাখের আমেজে আমাদের পুরনো বন্ধ সংযোগ চালু করলে ১৪ মিনিট ফ্রি দেওয়া হচ্ছে। অন্যদিকে, দেশের সবচেয়ে বড় অপারেটর গ্রামীণফোন নতুন কোনো প্যাকেজ না দিলেও ইতিমধ্যেই তাদের প্রি-পেইড প্যাকেজকে ৩টি ভাগে ভাগ করায় এর ওপর বেশি জোর দেবে। তবে পহেলা বৈশাখের ঠিক আগে আগে তারা বন্ধ সংযোগ চালু করার ক্ষেত্রে বিশেষ বোনাস ঘোষণা করতে পারে।
হ্যান্ডসেটগুলোর মধ্যে চমক নিয়ে এসেছে নকিয়া। 'এই বৈশাখ হোক রঙিন' স্লোগানে তিন ধরনের হ্যান্ডসেট এনেছে তারা। এর বাইরে মটোরোলা, স্যামসাং এবং আরো কিছু কোম্পানিও নতুন মোবাইল ফোনসেট এনেছে। নকিয়ার হেড অব মার্কেটিং নওফেল আনোয়ার জানান, বিশেষ একটি উপলক্ষকে ধরে বাজারে সেবাপণ্য আসার বিষয়টি নতুন নয়। এক্ষেত্রে তারা মূলত নতুন গ্রাহকদের কথা বিবেচনায় নিয়েই পহেলা বৈশাখকে সামনে রেখে নতুন সেটগুলো এনেছেন।

No comments:

Post a Comment