Pages

DSE

Freelancer

Freelance Jobs Freelance Jobs

Monday, April 12, 2010

বিটিসিএল ব্রডব্যান্ড সংযোগের দাম কমানো হচ্ছে

অবশেষে সরকারি ব্রডব্যান্ডের দাম কমানোর চিন্তাভাবনা করছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। দাম কমানো হলে সরকারি মালিকানাধীন দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের জন্য গ্রাহককে দুই হাজার ৯০০ টাকা খরচ করতে হবে। এ ছাড়া কমানো হতে পারে ব্যবহারিক খরচও। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
বর্তমানে সরকারি ব্রডব্যান্ড সংযোগ নিতে প্রাথমিক নিবন্ধন, ইন্টারনেট মডেম এবং স্থাপন (ইনস্টলেশন) খরচসহ চার হাজার ৬০০ টাকা ব্যয় হয়। দাম কমানো হলে প্রাথমিক নিবন্ধন ১০০ টাকা, স্থাপন খরচ ৩০০ টাকা ও ইন্টারনেট মডেমের দাম হবে আড়াই হাজার টাকা। বর্তমানে ব্রডব্যান্ড বাজারে বিটিসিএলের ব্যবহারিক মূল্য সবচেয়ে সাশ্রয়ী। এর ব্যবহারিক মূল্য আরও কমানো হলে গ্রাহকসংখ্যা অনেক বাড়বে বলে মনে করছে বিটিসিএল।
বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এস এম খাবীরুজ্জামান গত বুধবার প্রথম আলোকে বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের একটি পদক্ষেপ হচ্ছে প্রত্যন্ত এলাকায় ব্রডব্যান্ড পৌঁছে দেওয়া। আমরা পর্যায়ক্রমে ব্যান্ডউইথের দাম অনেক কমিয়েছি। এখন মডেম ও স্থাপন খরচ কমানোর চেষ্টা করছি।’ জানা গেছে, ব্রডব্যান্ড বাজারে ওয়াইম্যাক্সের (ওয়ার্ল্ডওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ এক্সেস) মাধ্যমে ইন্টারনেট সুবিধা প্রদানকারী বেসরকারি প্রতিষ্ঠানগুলো বর্তমানে তুলনামূলক কম দামে সংযোগ দিচ্ছে। বাংলালায়ন মডেমসহ সব মিলে সাড়ে তিন হাজার টাকায় সংযোগ দিচ্ছে। অগেরির স্থাপন খরচ নেই, এর মডেমের দাম তিন হাজার টাকা। মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন, বাংলালিংক ও সিটিসেল গ্রাহকদের ইন্টারনেট সেবা দিচ্ছে ৭৫০ থেকে এক হাজার টাকার মধ্যে। এদের সংযোগের দামও ৮৫০ থেকে এক হাজার টাকার মধ্যে। দেশব্যাপী আইএসপি (ইন্টারনেট সার্ির্ভস প্রোভাইডার) ব্যবসায়ীরা এই সেবা দিচ্ছেন আরও কমে, ৩৫০ থেকে ৬০০ টাকায়।
বিটিসিএলের সূত্র জানায়, ব্রডব্যান্ডের সব ধরনের প্যাকেজের ব্যবহারিক মূল্য কমানো হতে পারে। এর মধ্যে ভলিউম শ্রেণীতে বি-কিউব প্রিমিয়ামের দাম এক হাজার ২০০ টাকা থেকে কমিয়ে এক হাজার এবং বি-কিউব এক্সপ্রেস দুই হাজার ৪০০ থেকে এক হাজার ৮০০ টাকা; আনলিমিটেড শ্রেণীতে ইনফিনিটি-১২৮-এর দাম ৮০০ টাকা থেকে ৫০০ টাকা, ইনফিনিটি-২৫৬-এর দাম এক হাজার ২০০ থেকে ৯০০ টাকা, ইনফিনিটি-৫১২-এর দাম দুই হাজার থেকে এক হাজার ৫০০ টাকা করা হতে পারে। পিক আওয়ার (সকাল আটটা থেকে রাত আটটা) প্যাকেজের ডে-বি-কিউব-১২৮-এর দাম দুই হাজার ১০০ টাকা থেকে এক হাজার ৭২৫, ডে-বি-কিউব-২৫৬-এর দাম তিন হাজার ৬০০ থেকে দুই হাজার ৫৫৩ এবং ডে-বি-কিউব-৫১২-এর দাম ছয় হাজার থেকে কমিয়ে চার হাজার ৪৮৫ টাকা; অফ পিক আওয়ার (রাত আটটা থেকে সকাল আটটা) প্যাকেজের এন-বি-কিউব-৫১২-এর দাম তিন হাজার টাকা থেকে দুই হাজার ৪১৫, এন-বি-কিউব-১০০০-এর দাম চার হাজার ৫০০ থেকে তিন হাজার ৪৫০ এবং এন-বি-কিউব-২০০০-এর দাম সাত হাজার ২০০ থেকে পাঁচ হাজার ৫২০ টাকা করা হতে পারে। এ ছাড়া বিটিসিএল ৫০০ টাকায় বি-কিউব-স্ট্যান্ডার্ড ও দুই হাজার ২০০ টাকায় বি-কিউব-ইনফিনিটি ১০০০ নামে নতুন দুটি প্যাকেজ ছাড়ার এবং যেকোনো প্যাকেজে তিন মাসের ব্যবহারিক মূল্য একসঙ্গে পরিশোধ করলে এক মাস বিনা মূল্যে ব্যবহার করতে দেওয়ার চিন্তাও করছে।

No comments:

Post a Comment