F-Secure Anti-Theft for Mobile এটা ইনষ্টল করতে আপনি শুধু Ovi Store থেকে আপনার মোবাইলে ইনষ্টল করুন । Ovi Store থেকে ইনষ্টল করার নিয়ম সবার জানা আছে নিশ্চয় । আপনার নকিয়া একাউন্ট দিয়ে
Ovi এ লগিন করুন । software এর ভান্ডার Aplications খেকে F-Secure Anti-Theft খুজে না পেলে search দিয়ে দেখতে পারেন । মোবাইল ইন্টারনেট ব্যবহার করলে সবচেয়ে ভাল হয় ।
অথবা
আপনি এখান থেকেও ডাউনলোড করে মোবাইলে ইনষ্টল করতে পারেন । নিচের পেজটি ওপেন হওয়ার পর আপনার নিদির্ষ্ট phone select করুন তারপর ডাউনলোড করুন ।
ইনষ্টল করার পর মোবাইল মেনুতে F-Secure আইকন দেখতে পাবেন সেখান থেকে ওপেন করুন এবং
সেটিং এ যান -
Lock Code দিন আপনার ইচ্ছামতো, (যে কোডটি না জানার কারণে চোর আপনার মোবাইল চিরদিনের জন্য ব্যবহার করতে পারেনা )
Remote lock – on
Lock when sim changed – yes (sim changed করার পর মোবাইল অন করলে অটোমেটিক লক হয়ে যাবে)
SMS alert number – আপনার পরিবারের কারো নম্বর দিন যেন চোর sim change সাখে সাথে আপনি সেই নম্বরটি পেয়ে যাবেন ।
আপনার কাজ এবার শেষ । আপনি নিশ্চিন্তে আপনার মোবাইল ব্যবহার করতে পারেন । ভুর ক্রমে যদিও কেউ চুরি করে ফেলে সেই চোরের আর রেহাই নেই ।”পালিয়েছি দোস্ত, একদম নেটওর্য়কের বাইরে” সেটা অন্ততপক্ষে মোবাইল চোরকে বলতে দেয়া যাবে না ।
চুরি করলে তাকে সিম খুলতে হবে আর সিম খুলে রিস্টার্ট করার সাথে সাথে মোবাইলটা আপনার দেয়া কোড চাইবে । তাছাড়া অন্য সিম ঢুকানোর সাথে সাথে আপনি সেই নাম্বর পেয়ে যাচ্ছেন । মাঝে মাঝে আপডেড করতে ভুলবেন না ।
নকিয়া ছাড়া নিম্মলিখিত কোম্পানির ফোনে ইউজ করতে পারবেন ।
No comments:
Post a Comment