Pages

DSE

Freelancer

Freelance Jobs Freelance Jobs

Sunday, July 25, 2010

ইউএসবি ভাইরাসকে এখনই বলুন গুডবাই

 আমরা যারা উইন্ডোজ ইউজার তারা সব সময়ই একটা সমস্যায় ভুগী।আর তা হল ভাইরাস। আর আমাদের কম্পিউটার গুলোতে এই ভাইরাসের আগমন ঘটে সাধারনত ফ্লাস ড্রাইভের মাধ্যমে। কিন্তু ভাইরাসের ভয়ে তো আর হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না। আবার ফ্লাস ড্রাইভ ব্যবহার করা ও ছেড়ে দেয়া যাবে না। কারন এই যুগে ফ্লাস ড্রাইভের সাহায্য সহজে তথ্য বহন করতে পারি। তাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটি অসাধারন ইউএসবি ভাইরাস কিলার। আসুন দেখে নেই একটি স্কিনসট।
panda usb vaccine ইউএসবি ভাইরাসকে এখনই বলুন গুডবাই (আমার দেখা সেরা সফটওয়্যার) | Techtunes
File Size: 829 KB
প্রথমে সফটওয়্যারটি ইনষ্টল করে নিন। ইনষ্টল করার সময় আটো ভ্যাকসিন সিলেক্ট করে দিন। তাহলে আপনার ফ্লাস ড্রাইভটি লাগানোর সাথে সাথে ভ্যাকসিন করে ফেলবে। ইনষ্টল করার পরে vaccinate computer এ ক্লিক করে আপনার কম্পিউটারটি vaccin করে নিন।
download ইউএসবি ভাইরাসকে এখনই বলুন গুডবাই (আমার দেখা সেরা সফটওয়্যার) | Techtunes

No comments:

Post a Comment