Pages

DSE

Freelancer

Freelance Jobs Freelance Jobs

Wednesday, July 7, 2010

গ্রামীণফোন, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানসহ অধিকাংশ কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি

[ বাংলাদেশের খবর ] 2010-07-06

গ্রামীণফোন, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানসহ অধিকাংশ কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি

 
পুঁজিবাজারে চাঙ্গাভাব অব্যাহত রয়েছে৷ সূচকের ঊর্ধ্বগতির মধ্যদিয়ে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে শেয়ার কেনাবেচা শুরহয়৷ সোমবার দুই বাজারেই বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে৷ ডিএসইতে সাধারণ সূচক ১৩৭ পয়েন্ট বেড়েছে৷ সিএসই সূচকও ৪৪৮ পয়েন্ট বেড়েছে৷ ডিএসইতে কেনাবেচায় অংশ নেয়া ২৪৪ কোম্পানির মধ্যে ২০৪টির এবং সিএসইতে ১৭৫ কোম্পানির মধ্যে ১৪১টির দাম বেড়েছে৷
ডিএসইতে তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে ইসলামী ব্যাংক ছাড়া সবকটির দাম বেড়েছে৷ জ্বালানি খাতের ৯টি কোম্পানির দাম বেড়েছে এবং ২টির দাম কমেছে৷ ইসলামী ইন্সুরেন্স ছাড়া সবকটি বীমা কোম্পানির শেয়ারের দাম বেড়েছে৷ ডেল্টা লাইফের দাম ৬০০ টাকা এবং ন্যাশনাল লাইফের দাম ৫৯৯ টাকা বেড়েছে৷ গ্রামীণফোনের শেয়ারের দাম ১৪ টাকা ৫০ পয়সা বেড়ে ২২১ থেকে ২৩৮ টাকার মধ্যে কেনাবেচা হয়েছে৷ বস্ত্রখাতের ২১ কোম্পানির দাম বেড়েছে এবং ৪টির দাম কমেছে৷ গতকাল বাজার মূলধন ৬ হাজার কোটি টাকা বেড়ে ২ লাখ ৭৬ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে৷
 
বিশ্লেষকদের মতে, সঞ্চয়পত্রে সুদের হার কমানোয় এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ভালো প্রফিট করায় পুঁজিবাজারের দিকে বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে৷ ফলে তারা শেয়ার কেনায় মনোযোগী হয়েছে৷ এতে শেয়ার কেনাবেচা ও মূল্য বেড়েছে৷ এদিকে বিডি ওয়েল্ডিংয়ের পরিচালনা পর্ষদ সাধারণ শেয়ারহোল্ডার এবং সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন সাপেে ১টি সাধারণ শেয়ারের বিপরীতে ২টি রাইট শেয়ার ইসু ঘোষণা করেছে৷

No comments:

Post a Comment