Pages

DSE

Freelancer

Freelance Jobs Freelance Jobs

Wednesday, June 9, 2010

আপনার নোকিয়া ফোনটি কি অরজিনাল? এখনি দেখুন। নকিয়া মোবাইল আনলক করুন

nokia phone 158x300 আপনার নোকিয়া ফোনটি কি অরজিনাল? এখনি দেখুন।   | Techtunes
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় একটা মোবাইল কোম্পানি। যেটা একন বিভিন্ন ভাবে নকল হচ্ছে। আপনি কি বুঝতে পারেন আপনার নোকিয়া ফোনটি আসল কিনা নকল। পারলে খুবই ভালো আর না পালে আমার এই টিউন আপনাকে শেখাবে কিভাবে নোকিয়া ফোন যাচাই করবেন। প্রত্যেক মোবাইলেরই একটা নিজস্ব আইমেল নাম্বার থাকে। আইমের নাম্বার মানে হচ্ছে IMEI (International Mobile Equipment Identity)। এটাই হচ্ছে আপনার ফোনটি চেক করবার প্রধান হাতিয়ার। তবে চলুন দেখা যাক কিভাবে চেক করবেন আপনার ফোনটি আসল কি নকল।
আপনার নোকিয়া মোবাইল থেকে *#06# প্রেস করুন। আপনি আপনার ফোনের IMEI number(serial number) দেখতে পাবেন।
এখান থেকে আপনাকে ৭ (7th )এবং ৮ (8th) নং ডিজিটদ্বয় লক্ষ করতে হবে।
Phone serial no. x x x x x x ? ? x x x x x x x
এবার আসুন,
  • যদি আপনার মোবাইলের সাত ও আট নম্বর সংখ্যা  02 অথবা 20 থাকে তাহলে বুজবেন এটা তৈরি হয়েছে Emirates থেকে যেটা নোকিয়ার জন্য খারাপ কোয়ালিটি।
  • যদি আপনার মোবাইলের সাত ও আট নম্বর সংখ্যা  08 অথবা 80 থাকে তাহলে বুজবেন এটা তৈরি হয়েছে Germany থেকে যেটা নোকিয়ার জন্য একটা ফেয়ার কোয়ালিটি।
  • যদি আপনার মোবাইলের সাত ও আট নম্বর সংখ্যা  01 অথবা 10 থাকে তাহলে বুজবেন এটা তৈরি হয়েছে Finland থেকে যেটা নোকিয়ার জন্য খুবই ভালো কোয়ালিটি।
  • যদি আপনার মোবাইলের সাত ও আট নম্বর সংখ্যা 00 থাকে তাহলে বুজবেন এটা তৈরি হয়েছে অরজিনাল নোকিয়ার সেন্টার থেকে এবং এটাই সবচেয়ে বেস্ট কোয়ালিটি।
  • যদি আপনার মোবাইলের সাত ও আট নম্বর সংখ্যা  13 থাকে তাহলে বুজবেন এটা তৈরি হয়েছে Azerbaijan থেকে যেটা নোকিয়ার জন্য সবচেয়ে খারাপ কোয়ালিটি।
নকিয়া মোবাইল আনলক করুন:
কার যদি নকিয়া মোবাইল লক হয়ে যায়।  নো চিন্তা । ঘুরে আসুন এই সাইট  (http://nfader.su/ ) থেকে।  আপনার মোবাইলের আইএমই নাম্বার দিয়ে সহজেই জেনে নিন, আপনার মাস্টার কোড।

Enter IMEI:
(type *#06# on your mobile)
I'm legal owner of the phone with that IMEI
কোড টি দিয়ে আপনার মোবাইলের যেকোন পাসওয়ার্ড রিসেট করতে পারবেন। নকিয়া মোবাইলের ডিফল্ট পাসওয়ার্ড ১২৩৪৫।

No comments:

Post a Comment