স্প্রিন্ট বাজারে আনছে এইচটিসির ৪জি হ্যান্ডসেট
হ্যান্ডসেট জায়ান্ট স্প্রিন্ট সম্প্রতি বাজারে আনছে ৪জি এবং ওয়াইম্যাক্স সুবিধার একটি মোবাইল হ্যান্ডসেট। এটি তৈরি করছে তাইওয়ানের কোম্পানি এইচটিসি। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমভিত্তিক এই সেটটির নাম দেয়া হয়েছে এইচটিসি এভো৪ জি। খবর সি-নেট এর।সংবাদমাধ্যমটি জানিয়েছে, সেটটির কোড নেম দেয়া হয়েছে এইচটিসি সুপারসনিক। এ হ্যান্ডসেটে থ্রিজি, ৪জি সাপোর্ট ছাড়াও আছে অ্যান্ড্রয়েড ২.১ ইকোলেয়ার আপডেট, এইচটিসি সেন্স ইউআই লেয়ার ও ৪.৩ ইঞ্চি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন।
জানা গেছে, এই হ্যান্ডসেটে আরো থাকছে ৮০০ X ৪৮০ পিক্সেল রেজুলিউশন, ১ গিগাহার্জ কোয়ালকম স্ন্যাপড্রাগন কিউএসডি৮৬৫০ মাইক্রোপ্রসেসর, ৫১২ মেগাবাইট র্যাম ১ গিগাবাইট রম, ২.১ ব্লুটুথ এবং জিপিএস চিপ।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, এতে থাকছে ডিজিটাল কম্পাস, প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সর, অ্যাসেলোরোমিটার, এফএমরেডিওসহ ৩২ গিগাবাইট এক্সপান্ডেবল মেমোরি স্লট।
এছাড়াও এতে থাকছে ডুয়াল লেড ফ্ল্যাশসহ ৮ মেগাপিক্সেল ক্যামেরা সুবিধা ও হাইডেফিনেশন ভিডিও রেকডিং সহ থ্রিডি মুভির ব্যবস্থাও।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, এইচটিসির তৈরি এ ফোন স্প্রিন্ট ৪ জুন বাজারে আনছে বেস্ট বাই, রেডিও শক এবং ওয়ালমার্ট স্টোরের মাধ্যমে। এর দাম হবে ২০০ ডলার।
No comments:
Post a Comment