Pages

DSE

Freelancer

Freelance Jobs Freelance Jobs

Monday, April 26, 2010

ছয় টাকা মিনিটে বিদেশে কথা বলা যাবে

[ owkw Ìbm ] 2010-04-20
বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) টেলিফোনের গ্রাহকেরা এখন থেকে বিশ্বের ৫৫টি দেশে প্রতি মিনিট ছয় টাকায় কথা বলতে পারবেন। আগামী ১৫ দিনের মধ্যে বিটিসিএলের গ্রাহকেরা এ সুবিধা পাবেন।
গতকাল সোমবার বিটিসিএলের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। তবে সরকারি সংযোগের ক্ষেত্রে লিখিত আবেদন করলে এ সুবিধা দেওয়া হবে।
এর ফলে গ্রাহকেরা বিটিসিএলের টেলিফোন ব্যবহার করে ২৩টি দেশের ফিক্সড ও মোবাইল ফোনে প্রতি মিনিট ছয় টাকা এবং আরও ৩২টি দেশের ফিক্সড ফোনে ছয় টাকা ও মোবাইল ফোনে ১৬ টাকা ৫০ পয়সায় কথা বলতে পারবেন। এ জন্য বিটিসিএল ইকোনমিক ইন্টারন্যাশনাল সাবক্রাইবারস ডায়ালিং (ইআইএসডি) উন্মুক্ত করতে যাচ্ছে।
আজ মঙ্গলবার এ সুবিধা উন্মুক্ত করার পর গ্রাহকদের ইআইএসডি-সুবিধার জন্য আবেদন করতে হবে না। টেলিফোনে ০১২ কোড ব্যবহার করলেই এই ৫৫টি দেশে ইআইএসডি কল করা যাবে।
তবে কোনো গ্রাহক এ সুবিধা নিতে না চাইলে সংশ্লিষ্ট বিভাগীয় প্রকৌশলীর কাছে আবেদন করতে পারবেন

No comments:

Post a Comment