Pages

DSE

Freelancer

Freelance Jobs Freelance Jobs

Monday, April 12, 2010

ওয়ারিদ ও সিটিসেলের মধ্যে অবকাঠামো বিনিময় চুক্তি

ওয়ারিদ টেলিকমের প্রধান নির্বাহী কর্মকর্তা ও এমডি ক্রিস টবিট এবং সিটিসেলের প্রধান নির্বাহী কর্�ওয়ারিদ টেলিকমের প্রধান নির্বাহী কর্মকর্তা ও এমডি ক্রিস টবিট এবং সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহবুব চৌধুরী গতকাল উভয় প্রতিষ্ঠানের মধ্যকার একটি চুক্তিপত্র বিনিময় করেন
অবকাঠামো বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সুবিধা প্রদানের লক্ষ্যে ওয়ারিদ টেলিকম ইন্টারন্যাশনাল লিমিটেড ও প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেডের (সিটিসেল) মধ্যে গতকাল রোববার একটি চুক্তি হয়েছে।
ওয়ারিদ টেলিকমের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক ক্রিস টবিট এবং সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহবুব চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ওয়ারিদ টেলিকমের চিফ টেকনিক্যাল অফিসার সা’দ আহমেদ ও হেড অব সাপ্লাই চেইন রাঘবেন্দ্রা গুপ্তা এবং সিটিসেলের টেকনিক্যাল ও করপোরেট অ্যাফেয়ার্স পরিচালক মাহফুজুর রহমান ও হোলসেল বিভাগের উপমহাব্যবস্থাপক নাইমুল হকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই চুক্তি অনুযায়ী ওয়ারিদ টেলিকম সিটিসেলের অবকাঠামোসংক্রান্ত যন্ত্রপাতি ও কক্ষ ব্যবহার করতে পারবে। ভবিষ্যতে এ দুটি কোম্পানি বেস ট্রান্সিভিয়ার স্টেশন (বিটিএস) বিনিময় করতে পারবে। বিজ্ঞপ্তি।

No comments:

Post a Comment