Pages

DSE

Freelancer

Freelance Jobs Freelance Jobs

Tuesday, July 13, 2010

আরও কমছে আইএসডি কলরেট

hawker.com.bd [ ] 2010-07-10

আরও কমছে আইএসডি কলরেট


১ আগস্ট থেকে ভারত, পাকিস্তান, শ্রীলংকা, লেবানন, কুয়েত, বাহরাইনসহ আরও কয়েকটি দেশের সঙ্গে বাংলাদেশের আইএসডি কলরেট ৩৩ শতাংশ পর্যন্ত কমছে। তখন ওই দেশগুলোতে মিনিটপ্রতি ১৮ টাকার পরিবর্তে ১২ টাকায় টেলিফোন করা যাবে। তবে ল্যান্ডফোন এবং মোবাইলের আইএসডি কলের রেটে কিছুটা তারতম্য রাখা হয়েছে। অন্তত ১৭টি দেশের সঙ্গে আইএসডি কলের রেট মিনিটপ্রতি সর্বোচ্চ আট টাকা পর্যন্ত কমছে।
অন্যদিকে দুটি দেশের বিপরীতে কলরেট খানিকটা বৃদ্ধি পেয়েছে। এর আগে থেকেই আট দেশে কার্যকর ৬ টাকা মিনিটের রেট বহাল থাকছে। সূত্র বলছে, আইএসডি কলরেট কমানোয় সরকারের রাজস্ব সামান্য কমলেও গ্রাহকের খরচ বেশ কমবে। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ থেকে প্রতিদিন অন্তত ৫০ লাখ মিনিট আইএসডি
আউট গোয়িং কল হয়। এর ৯৫ ভাগ কল যায় মাত্র ২৫টি দেশে। মূলত এ দেশগুলোতেই খরচ কমানো হয়েছে।
বর্তমানে বাংলাদেশ থেকে ভারতে কথা বলতে মোবাইল এবং ল্যান্ডফোনে মিনিটপ্রতি যথাক্রমে ১৮ ও ১৫ টাকা লাগে। এ রেট হবে ১২ টাকা। পাকিস্তানে ল্যান্ডফোন থেকে ১২ টাকা এবং মোবাইল থেকে ১৪ টাকা মিনিট নির্ধারিত হয়েছে। বাহরাইনের ক্ষেত্রেও তাই। তবে সৌদি আরবে মিনিট ১৮ টাকা থেকে কমিয়ে ১৬ টাকা করা হয়েছে। ওমান, আরব আমিরাত এবং কাতারেও মিনিটে ২ টাকা কমেছে। এসব দেশের ক্যারিয়ারগুলোর কল টার্মিনেট করতে অনেক বেশি চার্জ করায় খরচ খুব বেশি কমানো সম্ভব নয় বলে জানান বিটিআরসির এক কর্মকর্তা।
কুয়েতে ১৮ টাকা থেকে কমিয়ে প্রতি মিনিট ১৪ টাকা নির্ধারিত হয়েছে। লেবাননে বেড়েছে সবচেয়ে বেশি ৮ টাকার স্থলে মিনিটে ১৬ টাকা করা হয়েছে। এখন মালদ্বীপে কথা বলতে মিনিটে ১৫ টাকা খরচ হলেও ১ আগস্ট থেকে তা হবে ২৬ টাকা।
বেশ আগেই এখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, চীন, হংকং, দক্ষিণ কোরিয়ায় ৬ টাকা মিনিটে কথা বলা যায়। ঘোষিত নতুন রেটেও এটি বহাল রয়েছে। অন্যদিকে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, জার্মানি, ফ্রান্স, জাপান এবং ইতালির ল্যান্ডফোনে ৬ টাকা মিনিটে কল করা গেলেও মোবাইলে কথা বলতে মিনিটে লাগে সাড়ে ১৬ টাকা। নতুন ঘোষণায় অস্ট্রেলিয়া এবং জাপানের জন্য রেট মিনিটে ১৪ টাকা।
ভারতের সঙ্গে কলরেট আরও কমবে
ভারতে কল করতে বেশ খানিকটা রেট কমানো হলেও তা আরও কমাতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। বাংলাদেশ থেকে প্রতিদিন শত-সহস্র লোক ভারতে চিকিৎসা বা অন্য প্রয়োজনে টেলিফোন করে। ওপার থেকেও অনেক ফোন আসে। কিন্তু দুই দেশে কল করার খরচ বেশ চড়া। এ খরচ কমিয়ে পারস্পরিক সমঝোতার মাধ্যমে কলরেট ৬ টাকা নির্ধারণ করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। দুই দেশের অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি হয়ে গেলে এ কলরেট মিনিটপ্রতি ৬ টাকায় চলে আসবে।

No comments:

Post a Comment