Pages

DSE

Freelancer

Freelance Jobs Freelance Jobs

Wednesday, July 7, 2010

সিলেটে বাংলালায়ন ওয়াইম্যাক্স প্লাজা উদ্বোধন

[ শিল্প বাণিজ্য ] 2010-07-06

সিলেটে বাংলালায়ন ওয়াইম্যাক্স প্লাজা উদ্বোধন

সিলেটে বাংলালায়ন ওয়াইম্যাক্স প্লাজা উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার নগরীর চৌহাট্টা মানরু শপিং সিটিতে প্রধান অতিথি হিসেবে ওয়াইম্যাক্স প্লাজা উদ্বোধন করেন সিটি মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলালায়ন ওয়াইম্যাক্সের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মোঃ শফিউল হক চৌধুরী।
অনুষ্ঠানে মেয়র কামরান বলেন, তথ্যপ্রযুক্তির উন্নতি ডিজিটাল বাংলাদেশকে ত্বরান্বিত করবে। এক্ষেত্রে বাংলালায়ন ওয়াইম্যাক্স সহায়ক ভূমিকা পালন করছে। শফিউল হক চৌধুরী বলেন, ওয়াইম্যাক্সের অগ্রযাত্রা বাংলাদেশে শুরুর সঙ্গে সঙ্গে তথ্যপ্রযুক্তি খাত অনেকাংশই এগিয়ে গেছে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলালায়ন প্লাজার চিফ কো-অর্ডিনেটর মোঃ নজরুল ইসলাম, রিজিওনাল সেলস ম্যানেজার মনির আহমেদ চৌধুরী, সিলেট প্লাজা ইনচার্জ মিজানুর রহমান, মিডিয়া অ্যান্ড পিআর ইনচার্জ সৈয়দ নাসিম প্রমুখ।

No comments:

Post a Comment