স্প্রিন্ট বাজারে আনছে এইচটিসির ৪জি হ্যান্ডসেট

সংবাদমাধ্যমটি জানিয়েছে, সেটটির কোড নেম দেয়া হয়েছে এইচটিসি সুপারসনিক। এ হ্যান্ডসেটে থ্রিজি, ৪জি সাপোর্ট ছাড়াও আছে অ্যান্ড্রয়েড ২.১ ইকোলেয়ার আপডেট, এইচটিসি সেন্স ইউআই লেয়ার ও ৪.৩ ইঞ্চি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন।
জানা গেছে, এই হ্যান্ডসেটে আরো থাকছে ৮০০ X ৪৮০ পিক্সেল রেজুলিউশন, ১ গিগাহার্জ কোয়ালকম স্ন্যাপড্রাগন কিউএসডি৮৬৫০ মাইক্রোপ্রসেসর, ৫১২ মেগাবাইট র্যাম ১ গিগাবাইট রম, ২.১ ব্লুটুথ এবং জিপিএস চিপ।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, এতে থাকছে ডিজিটাল কম্পাস, প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সর, অ্যাসেলোরোমিটার, এফএমরেডিওসহ ৩২ গিগাবাইট এক্সপান্ডেবল মেমোরি স্লট।
এছাড়াও এতে থাকছে ডুয়াল লেড ফ্ল্যাশসহ ৮ মেগাপিক্সেল ক্যামেরা সুবিধা ও হাইডেফিনেশন ভিডিও রেকডিং সহ থ্রিডি মুভির ব্যবস্থাও।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, এইচটিসির তৈরি এ ফোন স্প্রিন্ট ৪ জুন বাজারে আনছে বেস্ট বাই, রেডিও শক এবং ওয়ালমার্ট স্টোরের মাধ্যমে। এর দাম হবে ২০০ ডলার।
No comments:
Post a Comment